As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3367

তাফসীর

প্রকাশকাল: 19 Apr 2015

প্রশ্ন

আমার বান্ধবী পরশু আছরের ওয়াক্তে স্বপ্ন দেখছে যে,আমি আর সে রিকশা করে যাচ্ছি। হটাৎ বজ্রপাত হয়। তখন সে আকাশে তাকিয়ে দেখে মোহাম্মদ লেখা। সে তখন আমাকে দেখায়। আমিও নাকি দেখতে পাই। এই স্বপ্ন কি বিশেষ কোন অর্থ বোঝাচ্ছে। দয়া করে বলবেন কি?

উত্তর

এই স্বপ্নের বিশেষ কোন অর্থ আছে বলে আমার জানা নেই। স্বপ্ন নিয়ে গবেষণা না করে বাস্তব নিয়ে চিন্তা করাই ভাল।