As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3368

হজ্জ

প্রকাশকাল: 20 Apr 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে কি পরিমান সম্পদ থাকলে হজ্জ ফরয হয়? এটা কি নগদ অর্থের উপর নির্ভর করে? একজনের ২৫-২৬ বিঘা জমি আছে কিন্তু নগদ অর্থ ১ লাখ টাকার মত । তার উপর কি হজ্জ ফরজ? জানালে উপকৃত হব। জাযাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, হ্জ্ব ফরজ হওয়া নগত অর্থের উপর নির্ভর করে না। যদি কোন ব্যক্তির স্বাভাবিকভাবে সংসার চলে যায় এমন অর্থের চেয়ে অতিরিক্ত এতটুকু অর্থ-সম্পদ থাকে যার দ্বারা হজ্জ করা সম্ভব তার উপর হ্জ্ব ফরজ। মনে করুন কারো ৮ বিঘা জমি আছে, ৬ বিঘার জমির দ্বারা তার সংসার চলে যায় তাহলে অতিরিক্ত ২ বিঘা জমির মূল্য দ্বারা যদি হজ্ব করা সম্ভব হয় তাহলে তার উপর হ্জ্ব ফরজ। জ্বি, কারো ২৫-২৬ বিঘা জমি আছে কিন্তু নগদ অর্থ ১ লাখ টাকার মত আছে তার উপর হজ্ব ফরজ।