As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2648

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 30 Apr 2013

প্রশ্ন

আমি নতুন বিয়ে করেছি। আমি আমার বউয়ের সাথে একটু জড়াজড়ি করলে বা জড়িয়ে ধরলে আমার লিঙ্গ থেকে পানি বেড় হয় এটা কিন্তু বিয না। এ পানি পবিত্র কি না। যার কারণে আমার ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে সমস্যা হয়। এর সমাধান কি?

উত্তর

এই পানি অপবিত্র। কোন কাপড়ে লাগলে ধুতে হবে। এবং যার এই পানি বের হবে তার ওযু ভেঙ্গে যাবে। তবে গোসল ফরজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন।