As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2647

জুমআ

প্রকাশকাল: 29 Apr 2013

প্রশ্ন

জুমার নামাজ যদি একজনের ছুটে গেল তাহলে কি করব আর যদি দুজন বা আরও বেশি লোকের একসাথে ছুটে তাহলে কি করণীয় জামাতে আদায় করব বটে কিনতু দুরাকাত না চার রাকাত

উত্তর

জুমুআর নামায ছুটে জোহরের চার রাকআত আদায় করতে হবে।