As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2556

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 Jan 2013

প্রশ্ন

assalamu alimium. আমার মনে ১ টা প্রশ্ন জাগে, (আল্লাহ আমাই মাফ করুন) মুহাম্মদ সঃ মোট কতজন স্ত্রী ছিল? যেখানে কুরানে ৪ জনের কথা আছে, সেখানে এই সংখ্যা এত বেশি কেন হল? বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি কোন সিরাতগ্রন্থ থেকে বিষয়টি পড়ুন। আমি আপনার প্রশ্নের পুরো উত্তর এখানে দিতে পারবো না। তবে এতটুকু বলি রাসূলুল্লাহ সা. এর জন্য চারের অধিক স্ত্রী রাখার অনুমতি ছিল। তিনি ২৫ বছর বয়সে ৪০ বছরের খাদিজাকে বিয়ে করে তার সাথে ২৫ বছরেরো বেশী সময় কাটিয়েছেন। এই সময় তাঁর অন্য কোন স্ত্রী ছিল না। ৫০ বছরের পরে গিয়ে তিনি প্রায় ১০টার মত বিয়ে ছিল। এটা জৈবিক চাহিদা পূরণের জন্য ছিল না। তাহলে আগেই বেশী বিয়ে করতেন। শেষ বয়সে এসে অনেকগুলো কারণ আছে। তার একটি হলো কিছু অসহায় মহিলর সহায় হওয়া, বিভিন্ন গোত্রর সাথে শান্তি স্থাপন, মহিলাদের বিশেষ মাসআলা-মাসায়েল উম্মতের সামনে আসা। বিস্তারিত জানতে কোন সিরাত গ্রন্থ পড়ুন।