ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. সালাতে নির্দিষ্ট কোন সূরা পাঠ করতেন না। তবে ফজরে ১০০ আয়াত পর্যন্ত তেলাওয়াত করতেন বলে হাদীসে উল্লেখ আছে।عن أبي برزة : أن رسول الله صلى الله عليه و سلم كان يقرأ في صلاة الغداة بالستين إلى المائة
হযরবত আব বারযাহ রা. বলেন, রাসূলুল্লাহ সা. ফজরের সালাত ৬০ থেকে ১০০ আয়াত পর্যন্ত তেলাওয়াত করতেন। যুহরেও একই রকম। আসর ও ইশাতে আরো কম তেলওয়াত করতেন। মাগরেব আরো কম। সুনানু নাসায়ী, হাদীস নং ৯৮২।আরো বিস্তারিত জানতে দেখুন:
https://islamqa.info/ar/162900
http://www.alukah.net/sharia/0/88380/
http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwaOption=FatwaIdId=115979