আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2550

নামায

প্রকাশকাল: 22 জানু. 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকম। ৫ ওয়াক্ত ফরজ সালাতে রাসুল(সঃ) কোন সুরা বা সুরার অংশ সালাতে পাঠ করতেন? আমি সেই ভাবে আমল করতে আগ্রহী, কিন্তু এক এক জন আলেম এক একরকম বলছে।তাই আপনাদের কাছে সহীহ টা জানতে চাই ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. সালাতে নির্দিষ্ট কোন সূরা পাঠ করতেন না। তবে ফজরে ১০০ আয়াত পর্যন্ত তেলাওয়াত করতেন বলে হাদীসে উল্লেখ আছে।عن أبي برزة : أن رسول الله صلى الله عليه و سلم كان يقرأ في صلاة الغداة بالستين إلى المائة হযরবত আব বারযাহ রা. বলেন, রাসূলুল্লাহ সা. ফজরের সালাত ৬০ থেকে ১০০ আয়াত পর্যন্ত তেলাওয়াত করতেন। যুহরেও একই রকম। আসর ও ইশাতে আরো কম তেলওয়াত করতেন। মাগরেব আরো কম। সুনানু নাসায়ী, হাদীস নং ৯৮২।আরো বিস্তারিত জানতে দেখুন: https://islamqa.info/ar/162900 http://www.alukah.net/sharia/0/88380/ http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwaOption=FatwaIdId=115979