আসসালামুয়ালাইকুম, নফল রোজার জন্য সেহেরী খাওয়া নাকি বাধ্যতামূলক? কারন সেহেরী খাওয়া সুন্নত, আর সেই সুন্নত বাদ দিলে নফল (রোজা) আদায় হবে না, আমি এরকম শুনেছি। নফল রোজার জন্য রাত ১২ টায় সেহেরী খেলে সেহেরী আদায় হবে? মেহেরবানী করে উত্তর দিবেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন, আমীন।