আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2012

রোজা

প্রকাশকাল: 3 আগস্ট 2011

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, নফল রোজার জন্য সেহেরী খাওয়া নাকি বাধ্যতামূলক? কারন সেহেরী খাওয়া সুন্নত, আর সেই সুন্নত বাদ দিলে নফল (রোজা) আদায় হবে না, আমি এরকম শুনেছি। নফল রোজার জন্য রাত ১২ টায় সেহেরী খেলে সেহেরী আদায় হবে? মেহেরবানী করে উত্তর দিবেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন, আমীন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কোন রোজার জন্যই সাহরী খাওয়া বাধ্যতামূলক নয়। তবে খাওয়া সুন্নাত। রাত ১২ টায় খাওয়া হয়। সাহরী খাওয়া নয়। সাহরী বলতে শেষ রাতে খাওয়াকে বুঝায়। তবে যখনই খান বা না খান রোজা হয়ে যাবে।