As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1854

অর্থনৈতিক

প্রকাশকাল: 26 Feb 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার এক বন্ধু ও কয়েকজন মিলে ব্যবসা করে। আমাকে প্রস্তাব দেওয়ার আমি ২ লক্ষ টাকা দিয়েছি। আমি শুধু বিনিয়োগকারী। তারা অর্থ ও শ্রম উভয় দেন। আমাদের মধ্যে কোন চুক্তি নাই যে, আমাকে লাভের কত ভাগ দিবে। লাভের আনুমানিক ধারণা দিয়েছিল। তবে নির্দিষ্ট কোন টাকা দিবে না। লাভ কম হলে কম, বেশী হলে বেশী দিবে। যেমন কখনো ১ বছর পর ৫০,০০০/- দিয়েছে। আবার ৬ মাস পর ২০,০০০/- দিয়েছে। এমতাবস্থায় এই লাভ কি হালাল? হালাল না হলে গৃহীত অর্থ যা আমি খরচ করে ফেলেছি তা কি করতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি তাদের সাথে চুক্তি করে নিন যে, লাভের এত শতাংশ আপনি পাবেন। তাহলে সচ্ছ থাকতে পারবেন। তবে যেভাবে নিয়েছেন তাতে নাজায়েজ কিছু হয় নি।