As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1853

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 25 Feb 2011

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ভাই, আমার প্রশ্ন হল পেশাবের করে বার হয়ে আশার পর যদি মনে হয় বা নিশ্ছিত হওয়া যায় কিছু ফোটা পরেচে তাহলে কি সালাত আদায়ের আগে শুধু অই জায়গাতে পানি ছিটিয়ে দিলে হবে আমি হাদিসে পানি ছিটানর কথা পরেছি । কারন ধুএ ফেলা বলতে আশলে কি বুঝায় পুরা টা ধুয়ে ফেলা? এইটা ত সবসময় সম্ভব না আর কাপর বদলানো সবসময় সম্ভব না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যাদের ভিরত সন্ধেহের রোগ আছে তারা সন্দেহ থেকে বাচার জন্য পেশাবের পর কাপড়ের উপর পানি ছিটিয়ে দিবে। হাদীসে উপরুক্ত কথা বলা হয়েছে। নিশ্চিত হলে পানি ছিটালে হবে না। ধুতে হবে।