As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1694

আদব আখলাক

প্রকাশকাল: 19 Sep 2010

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ১. সিয়াম থাকা আবস্তা আমার দাঁতের গোড়া থেকে রক্ত বেরোয়, যদি আজুর জন্য কুলি করি তবুয় রক্ত বেরোয়, আমার রোজা হবে কি?
2. আমি যেখানে কাজ করি সে হিন্দু যখন সে পৃজা করে তার ঠাকুরে বাসন আমাকে দিয়ে ধোয়য়, ফুল আনায়, এটা কি করা আমার উচিদ? আমি পৃজা করিনা বা তার পৃজার কিছু খায়ওনা।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। না, রক্ত বের হলে রোজার কোন ক্ষতি হয় না। তবে রক্ত যদি আপনি খেয়ে ফেলেন তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। ২। এটা গোনাহর কাজে এক ধরণের সহযোগীতা । কুরআনে গোনাহর কাজে সহযোগীতা করতে নিষেধ করা হয়েছে।আপনি এই কাজ থেকে সরে আসুুন। সচ্ছ কোন কাজ খুঁজুন। আমরা আপনার জন্য