As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1695

আকীকা

প্রকাশকাল: 20 Sep 2010

প্রশ্ন

আস-সালামু আলাইকুম,আলহামদুলিল্লাহ, আপনাদের প্রশ্ন /উত্তর পর্বে খুব উপকার পাচ্ছি। আমার প্রশ্ন হলোঃ ১। আমরা ৩ ভাই ও ২ বোন, সবাই বিবাহিত, আমাদের পিতা-মাতা উভয়ই মৃত্যুবরণ করেছেন অথচ আমাদের কারোর আকিকা করা হয়নি। এখন কি আমাদের আকিকা করা জরুরী? জরুরী হলে কি ভাবে করবো?
২। আমরা ৩ ভাই-ই ঢাকায় চাকরি করি এবং যার মত সেই থাকি, আমি বেতন পাই ১৫০০০ টাকা এছাড়া আমার আর কোন ইনকাম নায়। মাস শেষে খরচ বাদে কোন কোন মাসে ১/২ হাজার টাকা থেকে যায়, এ অবস্থাই আমার উপর কি কুরবানী ফরজ হয়েছে? ফরজ না হলেও কি দিতে পারবো? বা না দিলে কোন সমস্য আছে কি না তা জানতে চায়?
৩। উপরোক্ত প্রশ্নের ভিত্তিতে আকিকা / কুরবানী এ দুয়ের কোনটা আগে করা জরুরী?
জাঝাকাল্লাহু খয়রান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জন্মের ৭ম দিনে আক্বীকা করা সুন্নাত। মুসলিম হিসাবে আমাদের সকল সুন্নাত আমল করা উচিত। তবে জরুরী নয়। কারণ আক্বকী না করলে গুনাহ হয় না। আর জরুরি জিনিস বাদ দিলে গুনাহ হয়। ২। আপনার কাছে মোট সাড়ে সাত ভরি রোপার মূল্য সমপরিমাণ নিত্যপ্রয়োজনীৗ খরচ বাদে অতিরিক্ত টাকা যদি থাকে তাহলে আপনার উপর কুরবানী ওয়াজিব। এখন যদি প্রতিমাসে ১/২ টাকা থাকতে থাকতে ঐ পরিমান টাকা হয়ে যায় তাহলে আপনার উপর কুরবানী ওয়াজিব, না হলে ওয়াজিব নয়।কুরবানী যার উপর ওয়াজিব না সে নফল কুরবানী দিতে পারে। ৩। যদি আপনার উপর কুরবানী ওয়াজিব নয় তাহলে আপনি আক্বীকা দিতে পারেন। আর যদি কুরবানী ওয়াজিব হয় তাহলে অবশ্যই আপনাকে কুরবানী আগে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।