আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার কিছু প্রশ্ন আছে ১. হিন্দু ধর্মের কিছু মানুষ সন্যাস নিয়ে আমাদের বাড়িতে ভিখা নিতে আসে দেওয়া যাবে কি? ও তাদের বাড়িতে দাওয়াত খওয়া যাবে কি? ২. দাঁড়ি বিহিন লোকের পিছনে নামাজ হয়না, কিন্তুু দাঁড়ি ওয়ালা যদি কেরত ঠিক ঠাক পড়তে না পারে তবে দাঁড়ি বিহিন পিছনে নামাজ হবে কি? ৩. বড়িতে একের পর এক রোগ বা মসিবত আসে তাহলে এমন কিছু আমল বলে দিবেন যতে মুক্তি পায়? ৪. শুবহাত বিভিন্ন ধরনের সংশয় ও সন্দেহ সৃষ্টি করে, এটা দূর করার উপায় বলবেন?