আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1592

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 9 জুন 2010

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার কিছু প্রশ্ন আছে ১. হিন্দু ধর্মের কিছু মানুষ সন্যাস নিয়ে আমাদের বাড়িতে ভিখা নিতে আসে দেওয়া যাবে কি? ও তাদের বাড়িতে দাওয়াত খওয়া যাবে কি? ২. দাঁড়ি বিহিন লোকের পিছনে নামাজ হয়না, কিন্তুু দাঁড়ি ওয়ালা যদি কেরত ঠিক ঠাক পড়তে না পারে তবে দাঁড়ি বিহিন পিছনে নামাজ হবে কি? ৩. বড়িতে একের পর এক রোগ বা মসিবত আসে তাহলে এমন কিছু আমল বলে দিবেন যতে মুক্তি পায়? ৪. শুবহাত বিভিন্ন ধরনের সংশয় ও সন্দেহ সৃষ্টি করে, এটা দূর করার উপায় বলবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভিক্ষা দেয় যাবে। হিন্দুদের তথা মুশরিকদের জবেহ করা কোন প্রাণীর গোশত খাওয়া যাবে না তবে তাদের দেয়া শুকনা খাবার খাওয়া যায়। আর দাওয়াত খেতে গেলে তাদের জবেহ করা প্রাণীর গোশত খাওয়ার একটা ঝুকি থাকে তাই না যাওয়ায় ভাল। তবে যদি নিশ্চিত হন যে, এরকম কিছু ঘটবে না তাহলে যেতে পারেন। ২। দাঁড়ি বিহীন লোকের পিছনে নামায হয় না এই কথা ঠিক নয়। তবে দাাঁড়ি নি:সন্দেহ গুরুত্বপূর্ন সুন্নাত। দাঁড়িওয়ালা লোক সহিহ করে কুরআন পড়তে না পারলে দাঁড়িবিহীন যে লোক সহিহ কুরআন পড়তে পারবে সেই নামাযে ইমামতি করবে। ৩। আপনি এই দুআটি সকাল-সন্ধ্যা তিনবার করে পড়বেন بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। সুনানু আবু দাউদ, হাদীস নং ৫০৯০; তিরমিযী, হাদীস নং ৩৩৮৮। হাদিসটিকে ইমাম তিরমিযীসহ মুহাদ্দিসগণ সহীহ বলেছেন। ৪। বেশী বেশী করে আউযুবিল্লাহি মিনাশ শায়ত নিররযিম পড়বেন। এবং অন্য কাজে বা চিন্তায় মগ্ন হবেন।