মনে করুন একজন ২-৩ ঘন্টার জন্য মুখের ভিতর কোন রকম পানি ঢোকাতে পারবে না, কুলি করতে পারবে না। কিন্তু এই অবস্থায় তার নামাযের সময় হয়ে গেল। আর ২-৩ ঘন্টার মধ্যে নামাযের ওয়াক্তও চলে যাবে। এমতাবস্থায় কুলি করা ছাড়া বাকী সব কিছু করলে কি তার উযু হবে? অর্থাৎ কুলি ছাড়া উযু করে কি সে নামায আদায় করতে পারবে?