আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1093

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 26 জানু. 2009

প্রশ্ন

মনে করুন একজন ২-৩ ঘন্টার জন্য মুখের ভিতর কোন রকম পানি ঢোকাতে পারবে না, কুলি করতে পারবে না। কিন্তু এই অবস্থায় তার নামাযের সময় হয়ে গেল। আর ২-৩ ঘন্টার মধ্যে নামাযের ওয়াক্তও চলে যাবে। এমতাবস্থায় কুলি করা ছাড়া বাকী সব কিছু করলে কি তার উযু হবে? অর্থাৎ কুলি ছাড়া উযু করে কি সে নামায আদায় করতে পারবে?

উত্তর

হ্যাঁ, পারবে। ওজর থাকলে কুলি না করলেও কোন সমস্যা নেই।