আসসালামু আলাইকুম, আমাদের সমাজে দেখা যায়, বিয়ের আগে বাবা মা ভাই বোন দাদা দাদি প্রায় সবাই একসাথে বা এক বাসা/বাড়িতে থাকেন। ছেলেরা বিয়ের পর বাবা মা সহ বউ নিয়ে একসাথে থাকতে চায়, কিন্তু বউ হয়তো চায়না বা স্বচ্ছন্দ বোধ করেনা, আবার বাবা মা প্রায় দেখা যায় ছেলে বউ এর সাথেই থাকতে চায়, অনেক সময় ছেলেরাও দেখা যায় রোমান্স এর কথা চিন্তা করে বউকে নিয়ে একা আলাদা বাসা নিয়ে থাকার চিন্তা করে। এসব ক্ষেত্রে সুন্নাহর দৃষ্টিভংগি কি? সাহাবী রাদিয়াল্লাহু তাবেঈ তাবেতাবেঈ রাহিমাহুল্লাহু আযমাঈনগণের সুন্নত কি? শায়েখের কাছে বিষয়গুলো বিস্তারিত জানতে সবিনয় অনুরোধ করছি।