As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6922

সুদ-ঘুষ

প্রকাশকাল: 6 May 2024

প্রশ্ন

আমি একজন সরকারি ব্যাংকের কর্মকর্তা, ২বছর ধরে নিয়োজিত আছি, আমি জানি তা সুদের সাথে সম্পর্কিত, আমার পরিবার আমাকে পড়াশোনা করাতে অনেক দেনা করতে হয়ছিল, আমি তাড়াতাড়ি চাকুরীর জন্য এবং টাকার জন্য এই জবে ঢুকতে বাধ্য হয়। গত ২ মাস আগে আমি বিয়ে করেছি, ওই সময় আমাকে ৪লাখ টাকা লোন নিতে হয়েছে ব্যাংক থেকে, প্রতি মাসে ১০০০০ আর সুদ দেওয়া হচ্ছে, আমার পরিবারেও আছে দেনা।
আমার বউ বিয়ের ১০ দিন পর থেকে অসুস্থ কাশি, জ্বর এবং ইনফেকশন নিয়ে অনেক কষ্ট করছে। ১মাসের বেশি, সে খুবই ধর্ম ভীরু এবং ব্যাংকে জব নিয়ে সে নানা ভাবে  নিষেধ করেছে, আমি শুনিনি। আমার মনে হচ্ছ  আমার দেওয়া হারাম ইনকাম তার উপর প্রভাব পড়তেছে। তার কোনো মেডিসিনই ধরছে না, আমি কী করতে পারি, কোনও কিছু বুজতে পারছি না, আমার চাকরি ছাড়া আগামি কয়েক বছর  সম্ভব না। আর এই দিকে আমার ইনকাম হারাম, আমার বউ কি আমার হারাম উপার্যন এর জন্য সুস্থ হচ্ছে না? আমি কি করতে পারি! আমি আমার পরিবারে বড় ছেলে।

উত্তর

যত দ্রুত সম্ভব আপনাকে এই অবস্থা থেকে বের হতে হবে। অন্যান্য খরচ কমিয়ে ব্যাংক লোন এবং অন্যান্য ঋনগুলো দ্রুত পরিষোধ করুন। এরপর এই চাকুরী বাদ দিয়ে দিবেন। সম্পূর্ণ হালাল এমন কাজ করবেন। আর এখন থেকেই অন্য কোন হালাল চাকুরী খুঁজতে থাকুন, পেয়ে গেলেই এই চাকুরী থেকে অব্যাহতি নিয়ে নিবেন। আপনার স্ত্রী এই কারণে মানসিক সমস্যার মধ্যে আছে। যা হয়তো তাকে শারীরিকভাবেও অসুস্থ করে ফেলেছে। আপনাদের যদি কোন হালাল ইনকামের ব্যবস্থা থাকে, তাহলে সেই টাকা থেকে তার জন্য ব্যয় করবেন, তাহলে সে মানসিকভাবে প্রশান্তি পাবে, শারিরীক সমস্যাও হয়তো থাকবে না। সেক্ষেত্রে যত দিন আপনি পুরোপুরি হারাম থেকে বের হতে না পারেন  তাকে আপনি তার বাবার বাড়িতে রাখতে পারেন। আল্লাহ তায়ালার কাছে নিয়মিত দুআ করবেন, যেন দ্রুত এই অবস্থা থেকে বের হতে পারেন।