As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6892

জায়েয

প্রকাশকাল: 23 Apr 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, প্রিয় শায়েখ, আমার স্ত্রী মিরপুর শাহ আলী মাজারে গিয়ে নামাজ আদায় করবে বলে মান্নত করছে। এখন সে যাবে কিন্তু আমি দিতে চাই না। ঝগড়া বিবাদ হচ্ছে। কী করণিয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কোনভাবেই যেতে দিবেন না। এই সব মান্নত সম্পূর্ণ শিরক, হারাম।নামায পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সে জন্য মাজারে যাওয়ার কোন প্রয়োজন নেই। মাজারে গেলে সেটা আর আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না। স্থানীয় একজন গ্রহনযোগ্য আলেমের মাধ্যমে স্ত্রীকে বিষয়টি বুঝাবেন। আশা করি সমস্যার সমাধান হবে।