As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6891

যাকাত

প্রকাশকাল: 23 Apr 2024

প্রশ্ন

বর্তমানে যাকাত কি স্বর্ণের হিসাবে দিবো নাকি রুপার হিসাবে দিবো। যদি রুপার হিসাবে ধরি, তাহলে রুপার ভরি আনুমানিক ১৫০০ টাকা ধরে সাড়ে ৫২ তোলা/ ভরির বাজার মূল্য ৭৮৭৫০ টাকার মত আসে। এখন আমার প্রশ্ন হল, বর্তমান মুদ্রাস্ফীতির সময়ে এই পরিমাণ টাকা অনেক নিম্ন আয়ের মানুষ (ফকির, রিকশাওয়ালা) এর কাছেও আছে বলে আমার বিশ্বাস। তাহলে কি রুপার মুল্যে জাকাত হিসাব কি যুক্তিসংগত? শরয়ী দৃষ্টিকোণ থেকে কখন কোনটার বিধান হিসেবে জাকাত আদায় করতে হবে দয়া করে একটু বুঝিয়ে বলবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বর্তমানে বিষয়টি  তাকওয়ার উপর নির্ভরশীল। যার আল্লাহ তায়ালার প্রতি ভয় বেশী, সওয়াবের প্রতি আগ্রহ বেশী, দান-সাদকা ভাল কাজের প্রতি আগ্রহ বেশী সে রুপার নিসাব ধরে যাকাত দিবে। এভাবে সে আল্লাহ তায়ালার নিকটবর্তী  হওয়ার চেষ্টা করবে। কুরআনে সচ্ছল-অসচ্ছল সর্বাবস্থায় দান করতে বলা হয়েছে। অন্যদিকে স্বর্ণের নিসাব অনুযায়ীও যাকাত দেওয়ার সুযোগ আছে। রুপার নিসাব অনুযায়ী হিসাব করলে কারো সমস্যা মনে হলে সে স্বর্ণের নিসাব অনুযায়ী দাম ধরবে।