As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6788

বিদআত

প্রকাশকাল: 16 Mar 2024

প্রশ্ন

কাউকে যদি ইশারার মাধ্যমে হাত দিয়ে নিম্নস্বরে সালাম দিই,  তাহলে কি এটি বিদআত হবে?

উত্তর

ইশারা বাদ দিয়ে উচ্চস্বরে সালাম দিবেন। এটা সুন্নাত। এর বাইরে যাবেন না।