As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6787

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 Mar 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, শায়েখ রোজা অবস্থায় কি ব্রাশ করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ব্রাশ করা না জায়েজ নয়। তবে টুথপেষ্ট বা মাজনের অংশ গলার ভিতর ঢুকে রোজা ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ব্রাশ না করে মিসওয়াক করা উত্তম।