As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6783

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 Mar 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ। মোবাইল ফোনে কিবলা আমি নিজেই দেখতে ভুল করায় ৩ দিন অন্যত্র অল্প একটু কিবলা থেকে বাকা হয়ে নামাজ আদায় করে ফেলি। এটা ভুলবশত হয়ে গিয়েছে যদিও সতর্ক ছিলাম কিবলা টা বুঝতে।
এভাবে ৩ দিন সালাত আদায় করি। পরে আমার ভুল বুঝতে পারি। বেশি সতর্ক হতে গিয়ে ভুল করি এটা নিয়ে আমার ভয় হচ্ছে। এমতাবস্থায় এখন কি সেই ৩ দিনের সালাত পুনরায় পড়তে হবে?? আর পড়তে হলে কিভাবে পড়বো? অনুগ্রহ করে জানাবেন আমার এখন কি করা উচিৎ??

জাজাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অল্প একটু সরে গেলে সমস্যা হবে না। নামায নতুন করে আদায় করতে হবে না। সামনে থেকে সাবধান থাকবেন।