As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6712

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 Feb 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।  সুন্নত বা নফল নামাজ আদায়ের ক্ষেত্রে যদি স্বশব্দে অর্থাৎ হালকা আওয়াজ করে যদি কীরাত পাঠ করি যাতে পাশে থাকা মানুষের ও ক্ষতি না হয় তাহলে কি এভাবে স্বশব্দে কীরাত পড়া যাবে কিনা? ফরজ নামাজ একাকি পড়া অবস্থায় স্বশব্দে কীরাত তিলাওয়াত করা যাবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দিনের বেলায় নফল নামাযের কুরআন নি:শব্দে পড়তে হবে, স্বশব্দে পড়া যাব না। রাতের বেলার নফল নামাযে স্বশব্দে কুরআন পড়তে সমস্যা নেই। বরং স্বশব্দে পড়া উত্তম।

 হাসান বসরী রহ. বলেন,

صَلَاةُ النَّهَارِ عَجْمَاءُ، وَصَلَاةُ اللَّيْلِ تُسْمِعُ أُذُنَيْكَ

দিনের নামায নিম্নস্বরের এবং রাতের নামায তোমার কানকে শুনাবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৩৬৬৪)

যে সব ফরজ নামাযে ইমাম সাহেবে স্বশব্দে কুরআন পড়েন (ফজর, মাগরিব এবং এশা)  সে সব নামাযগুলোতে একাকী নামায আদায়ের ক্ষেত্রে স্বশব্দে পড়তে সমস্যা নেই। নি:শব্দেও পড়া যাবে। আর যোহর এবং আসরের নামাযে নি:শব্দে পড়া আবশ্যক।