As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6675

আখিরাত

প্রকাশকাল: 23 Jan 2024

প্রশ্ন

আমার বাবা ঠিক এক বছর আগে এক শুক্রবার মারা যান। আমার মা আজ ফজরের আগে একটি স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নে আমার বাবা আমার মায়ের সাথে একটি জমিতে আলু রোপণ করছেন। কিন্তু তারা জমির পাশের অংশগুলি রেখে কেবল মাঝখানে রোপণ করছিলেন। হঠাৎ বাবা চিৎকার করে উঠলেন। আমার মা তার কাছে গিয়ে দেখলেন যে তার কপাল থেকে প্রচুর রক্ত ​​বের হচ্ছে। তিনি বললেন, একটি কালো সাপ তার কপালে চোখের উপরের দিকে কামড় দিয়েছে এবং আমার মা তার কপালে হাত রেখে রক্ত ​​বন্ধ করার চেষ্টা করছেন। তারপর আমার তাহাজ্জুদের অ্যালার্ম শুনে তিনি জেগে উঠলেন। আমার বাবা খুব ভাল মানুষ ছিলেন এবং তার কোন ঋণ নেই তবে তার সম্পদের বন্টন সঠিকভাবে করা হয়নি। আমরা জানতে চাই স্বপ্নের কোনো অর্থ আছে কি না এবং এ ব্যাপারে আমরা কী করতে পারি।

উত্তর

স্বপ্নের ব্যাখ্যা আমাদের কাছে নেই। মৃত মানুষদের জন্য বেশী বেশী দুআ ও  দান-সদকাহ করতে হবে। আর তার সম্পদের ভাগ সঠিকভাবে করা না হলে সঠিকভাবে করবেন।