As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6674

হজ্জ

প্রকাশকাল: 23 Jan 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমিসহ পরিবারের তিনজন সৌদি আরব যাওয়ার জন্য ওমরা ভিসা করেছি। সেখানে আমরা ৬০দিনের মত থাকার ইচ্ছা করেছি। আমার বাবা জেদ্দায় কাজ করে। আমরা চাচ্ছি প্রথমে সেখানে যেয়ে কয়েকদিন থেকে তার পর ওমরা করতে। আমার প্রশ্ন হলো এভাবে ওমরা করলে কি সঠিক হবে? নাকি প্রথমে মিকাত হতে ইহরাম বেধে ওমরা করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম। জ্বী, জেদ্দাতে সময় অতিবাহিত করার পর সুবিধামত সময় অনুযায়ী ইহরাম বেঁধে ওমরাহ করতে পারবেন।