As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6673

পবিত্রতা

প্রকাশকাল: 23 Jan 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম সম্মানিত শায়েখ। ফরজ গোসলের ক্ষেত্রে সব কিছু ঠিক ছিল, কিন্তু আমি অজুর ন্যায় মাথাও মাসেহ করতাম। মাথা মাসেহ নাকি করতে হয় না। আগে আমার জানা ছিল না। আমার গোসল কি পরিপূর্ণ হয়েছে? আমার এতো দিনের নামাজ কি বাতিল হয়ে যাবে?? এমতাবস্থায় আমার কি করা উচিৎ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ফরজ গোসলের আগে ওযু করা সুন্নাত। ওযু করার সময় মাথাও মাসেহ করতে হবে।  মাথা মাসেহ করতে হয় না, এটা ভুল কথা। আপনার নামাস সহীহ হয়েছে। গোসলের সকল ফরজ আদায় হয়ে গেলে নামাওয সহীহ হবে।