একমাত্র তারাই আল্লাহর মাসজিদসমূহ আবাদ করবে, যারা আল্লাহর প্রতি ও আখেরাতের প্রতি ঈমান আনে।
(সূরা আত-তাওবা ১৮)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা মাসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার।
(সহিহ মুসলিম ১৫৬০)
আল্লাহর ঘর মাসজিদ নির্মাণ,মেরামত,সংস্কার এবং এতে দান- সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত গৌরবের বিষয়।
আলহামদুলিল্লাহ !
আপনারা জেনে খুশি হবেন যে, মাসজিদের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে চতুর্থ তলা পর্যন্ত গাঁথুনির কাজ এবং সিলিং প্লাস্টারের কাজ শেষ হয়েছে, বর্তমানে টাইলসের কাজ, ইলেক্ট্রিক ওয়্যারিং, সেনেটারি, থাই, গ্রিল এসকল কাজের জন্য অনেক অর্থের প্রয়োজন। আল্লাহ যাদের তাওফিক দিয়েছেন আমরা আশা করি সাধ্যমত সহযোগিতা করবেন।
অনলাইনে ডোনেট করতে: https://assunnahtrust.org/assunnah-trust-complex/
ব্যাংক অ্যাকাউন্ট তথ্যঃ
Bank Name : Islami Bank Bangladesh Limited.
Acccount Name : ABDULLAH JAHANGIR AS-SUNNAH MOSJID COMPLEX
Account Number : 2050 1750 2046 85611
Routing No : 125440640
Swift code : IBBLBDDH
Branch : Jhenaidah Branch,
Bkash:
01718136962 (Personal)
Nagad
01718136962 (Personal)
Rocket:
01718136962 (Personal)