প্রফেসর ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. – এর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল কারো অন্তরে কষ্ট না দেওয়া। এ গুণটি তাঁর মধ্যে এত প্রবল ছিল যে, তাঁকে কেউ তুচ্ছ-তাচ্ছিল্য বা ঘৃণা করলেও তিনি তার জবাব তো দিতেনই না বরং নিজের সাথীদেরও কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ না করার পরামর্শ দিতেন।