As-Sunnah Trust

সাম্প্রতিক সংবাদ

প্রশ্ন-১৪৮: আমার তিনটি সন্তান। তার মধ্যে একটি সন্তান এমন একটা কাজ করেছে যে আমরা সমাজে হেয় প্রতিপন্ন হয়ে গেছি। এখন আমি আমার ওই সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারব?

প্রশ্ন-১৪৮: আমার তিনটি সন্তান। তার মধ্যে একটি সন্তান এমন একটা কাজ করেছে যে আমরা সমাজে হেয় প্রতিপন্ন হয়ে গেছি। এখন আমি আমার ওই সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারব?

উত্তর: জি না! শুধুমাত্র ধর্মচ্যুত হলে, কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, কুফরি শিরক বা অন্য ধর্ম গ্রহণ করে, তাহলে আপনি তাকে হিদায়াত করার চেষ্টায় ব্যর্থ হলে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন। বাকি অন্যান্য অপরাধের জন্য ওয়ারিসকে উত্তরাধিকারীকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা বৈধ নয়। আপনার সন্তান ভুল করেছে এজন্য সে ভয়ঙ্কর অপরাধী। পাশাপাশি আমরাও কিছুটা অপরাধী। আমরা সন্তানদের কঠিন সমাজে নিজের হাতে তুলে দিয়েছি। তাদেরকে সবসময়ই কাছে রাখি না, তাদের কৈশোর পেরিয়ে যৌবনের সময়ে যে কাছে রাখব, সাথে করে মসজিদে নিয়ে যাব, তাদের সাথে বেড়াব, গল্প করব- এগুলো করি না। আমরা ভাবি, তাদের তো স্কুলে দিয়েছি। পরিবেশ পাল্টেছে, আমাদের সন্তানদেরকে যে ঈমান চুরি করে নিয়ে বখাটে বানানোর জন্য সামগ্রিক আগ্রাসন চলছে, আমরা অনুভব করি না। একসময় তারা যখন অনেক খারাপ হয়ে যায় তখন আমরা আফসোস করি। আমরা দু‘আ করি, আল্লাহ আপনাকে সবর দিক। আপনাকে বিপদ থেকে রক্ষা করেন, আপনার সম্মান-মর্যাদা রক্ষা করেন, আপনি আপনার ছেলেকে বোঝাবেন। শুধু এইটুকুর জন্য আপনার ছেলেকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published.