প্রশ্ন-৩৬ ফরয গোসলের কি নির্দিষ্ট কোনো সময়-সীমা আছে, যে সময়ের মধ্যে গোসল সম্পন্ন করতে হবে?
উত্তর: জি, না। গোসল ফরয হলে গোসল করতে হয় নামায পড়ার জন্য, কুরআন পড়ার জন্য। কাজেই একজন লোকের ফজরের নামাযের পরে গোসল ফরয হয়েছে, সে যুহরের আগে গোসল করেছে, কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে নামায যেন কাযা না হয়। গোসল ফরয হলে বান্দা নামায পড়তে পারে না, কুরআন পড়তে পারে না। বাকি সব করতে পারে।