As-Sunnah Trust

সাম্প্রতিক সংবাদ

দাওয়াহ প্রশিক্ষণ

৩ দিন ব্যাপী দাওয়াহ প্রশিক্ষণ
জামিআতুস সুন্নাহ ঝিনাইদহ
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) প্রতিষ্ঠিত, আস-সুন্নাহ ট্রাস্ট পরিচালিত।
১০ শাবান থেকে ১৩ শাবান ১৪৪৪ হি.
৩ থেকে ৬ মার্চ ২০২৩ ঈ.

শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার সকাল ১১ টা পর্যন্ত।
স্থান: জামিআতুস সুন্নাহ ঝিনাইদহ
কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঝিনাইদহ।
তিনদিন ব্যাপী দাওয়াহ প্রশিক্ষণ

ধর্মান্তর, নৈতিকতা ও ঈমানী অবক্ষয় রোধে দাওয়াতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমরা সবাই জানি। বর্তমান
বিশ্বায়নের যুগে বিভিন্ন ধর্মের অধ্যয়ন বৃদ্ধি পেয়েছে। মুসলিম সমাজগুলোতে নাস্তিকতা, ধর্মহীনতা,
ধর্মান্তর, বিশেষত খৃস্টান ধর্মপ্রচারকদের কর্মতৎপরতা ব্যাপকভাবে বেড়েছে। এজন্য কুরআন-সুন্নাহ
নির্দেশিত, প্রজ্ঞা ও যুক্তি নির্ভরতার ভিত্তিতে মুসলিম উম্মাহর প্রথম প্রজন্মের গবেষকদের ধারায়

দ্বীনী দাওয়াতের পাশাপাশি তুলনামূলক ধর্মবিজ্ঞান অধ্যয়ন ও অভিজ্ঞ ধর্মপ্রচারক ‘দাঈ ইলাল্লাহ’ তৈরির
জন্য ‘দাওয়াহ প্রশিক্ষণ’-এর আয়োজন করা হয়েছে।
প্রধান প্রশিক্ষক: তুলনামূলক ধর্মতত্ত্ব গবেষক, খ্যাতিমান দাঈ ও আলোচক-
শায়খ মুশাহিদ আলী চমকপুরী

প্রশিক্ষকবৃন্দ
মাওলানা আবু জাফর জামিআতুস সুন্নাহ ঝিনাইদহ
মাওলানা হাবিবুল্লাহ জারজিস জামিআতুস সুন্নাহ ঝিনাইদহ
মাওলানা জহুরুল ইসলাম নোয়াখালী

মাওলানা মুফাসসির হুসাইন কুমিল্লা
মাওলানা আব্দুল্লাহ মাহদী পাকশী
মাওলানা আরিফ আহমাদ সালমান বি-বাড়িয়া

মুফতি আবু ওবায়দা কাসেমী ঢাকা
মাওলানা মনিরুল ইসলাম পিরোজপুর
আরো প্রশিক্ষণ প্রদান করবেন দেশবরেণ্য দাঈ, ধর্মতত্ত্ববিদ, লেখক, গবেষক ও আলোচকবৃন্দ।

আলোচ্য বিষয়
দাওয়াতের গুরুত্ব ও ফযিলত।
তাকওয়ার গুরুত্ব ও তা অর্জনের উপায়।
নিফাক ও তা থেকে আত্মরক্ষার উপায়।

দাওয়াতের মূলনীতি ও শর্তাবলি।
দাঈর গুণাবলি ও বৈশিষ্ট্য।
মুসলিম-অমুসলিম, সবার মাঝে দাওয়াতের পদ্ধতি- (১ কুরআনী পদ্ধতি, ২. নববী পদ্ধতি, ৩. অভিজ্ঞতার

আলোকে দাওয়াতের পদ্ধতি)।
খৃস্টানদের অপতৎপরতা ও আমাদের করণীয়।
আহমদীয়া মুসলিম জামাত ও কাদিয়ানীধর্ম।
শিয়া, ইসনা আশারিয়া, ইমামিয়া।

মুনকিরীনে হাদীস ও আহলে কুরআন।
বস্তুবাদী ও নাস্তিক্যবাদ।
হেযবুত তওহীদের ঈমান বিধ্বংসী কার্যক্রম।

কোয়ান্টাম মেথড ও তার ভ্রান্ততা।
ইসলাম ও মুসলমানদের উপর আরোপিত খৃস্টানদের প্রশ্নের উত্তর।
প্রতিটি বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রশ্নোত্তর পর্ব।

নিয়মাবলী
* দাওয়াহ কোর্সটি সবার জন্য উন্মুক্ত। যে কেউ অংশ গ্রহণ করতে পারবেন। থাকা—খাওয়া সম্পূর্ণ ফ্রি।
যারা আবাসিক থাকবেন, প্রয়োজনীয় বিছানা-পত্র সঙ্গে আনতে হবে।

* ৩ মার্চ শুক্রবার মাগরীবের পূর্বেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
* SMS-এর মাধ্যমে রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে। আসন সংখ্যা সীমিত।
* প্রতিদিন সকাল ৮টা থেকে ১২.৩০মি.; ২.৩০মি. থেকে আসর পর্যন্ত এবং বাদ মাগরিব থেকে রাত ১০ টা
পর্যন্ত দরস হবে।

* ৩ মার্চ, শুক্রবার বাদ মাগরীব উদ্বোধনী দরস এবং ৬ মার্চ, সোমবার বাদ ফজর কোর্সপরীক্ষা ও সকাল
১০ টায় ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

আরজগুজার: শায়খ উসামা খোন্দকার
চেয়ারম্যান: আস-সুন্নাহ ট্রাস্ট।

তত্ত্বাবধানে: আব্দুর রহমান
সেক্রেটারি: আস-সুন্নাহ ট্রাস্ট।
ব্যাবস্থাপনায়: উচ্চতর দাওয়াহ ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগ।
প্রয়োজনে
০১৭৬২-৬২৯৪৪৮, ০১৭৬২-৬২৯৪১০

Dawha Proshikkhon 2023

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published.