As-Sunnah Trust

সাম্প্রতিক সংবাদ

চার রাত্রিতে ভাগ্য লিখন

আয়েশার রাদিয়াল্লাহু আনহা সূত্রে কথিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

يَنْسِخُ اللهُ فِيْ أَرْبَعِ لَيَالٍ الآَجَالَ وَالأَرْزَاقَ: فِيْ لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ وَالأَضْحَى وَالْفِطْرِ وَلَيْلَةِ عَرَفَةَ

“মহান আল্লাহ্ চার রাতে হায়াত, মওত ও রিয্ক লিপিবদ্ধ করেন। মধ্য শাবান, ঈদুল আযহা, ঈদুল ফিতর ও আরাফার রাতে।”

এ হাদীসটি ইবনু হাজার আসক্বালানী (৮৫৫ হি) তাঁর যয়ীফ ও মিথ্যাবাদী রাবীদের জীবনীগ্রন্থ ‘লিসানুল মীযান’-এ উল্লেখ করেছেন। তিনি আহমদ ইবনু কা’ব আল ওয়াছেতী নামক ৪র্থ হিজরী শতাব্দীর একজন দুর্বল ও অগ্রহণযোগ্য রাবীর জীবনীতে এ হাদীসটি উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, আহমদ ইবনু কা’ব বর্ণিত বাতিল ও মুনকার হাদীসগুলির মধ্যে এ হাদীসটি অন্যতম। ইবনু হাজার আরো বলেন: ইমাম দারাকুতনী (৩৮৫ হি) তাঁর ‘গারাইব মালিক’ নামক গ্রন্থে এ হাদীসটি আহমদ বিন কা’ব হতে, ইমাম মালিকের সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে উদ্ধৃত করেছেন এবং বলেছেন, এ হাদীসটি গ্রহণযোগ্য নয়। কারণ এর সনদের মধ্যে ইমাম মালেকের পরে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সকলেই দুর্বল বা অনির্ভরযোগ্য বর্ণনাকারী।”1ইবনু হাজার, লিসান আল-মীযান (বৈরুত, মুয়াসসাতুল ‘আলামী, ১ম সংস্করণ, ১৯৮৬), ১/২৪৯,৭৭৭ নং জীবনী।

বই : কুরআন-সুন্নাহর আলোকে শবে-বরাত 

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published.