তাকদীর অর্থ নির্ধারণ। তাকদীরে বিশ্বাস অর্থ আল্লাহর জ্ঞান, লেখন, সৃষ্টি, ইচ্ছা ও ন্যায় বিচারে বিশ্বাস স্থাপন করা। মুমিন বিশ্বাস করেন যে, আল্লাহর জ্ঞান অসীম, অনন্ত ও সর্বব্যাপী। তিনি অনাদিকাল থেকে সৃষ্টির সকল বিষয় জানেন। সৃষ্টির আগেই জানেন কখন কোথায় কী ঘটবে ও কীভাবে ঘটবে। মুমিন আরো বিশ্বাস করেন যে, আল্লাহ তাঁর অসীম জ্ঞান লাওহে মাহফূয বা সংরক্ষিত পত্রে লেখে রেখেছেন। আল্লাহর লেখন নির্দেশ নয়, বর্ণনা। লেখনের প্রকৃতি আমরা জানি না। মহান আল্লাহ বলেছেন:
يَمْحُو اللهُ مَا يَشَاءُ وَيُثْبِتُ وَعِنْدَهُ أُمُّ الْكِتَابِ.
তিনি যা ইচ্ছা মুছে ফেলেন আর যা ইচ্ছা রেখে দেন। আর তাঁর কাছেই রয়েছে মূল লেখা।1সূরা: [১৩] রা’দ, আয়াত: ৩৯।
চলবে…
……………
বই : মুসলমানী নেসাব
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।