বিশুদ্ধ তাওহীদ শিক্ষার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আস-সুন্নাহ ট্রাস্ট নূরানী কিণ্ডারগার্টেন প্রতিষ্ঠাতা: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ক্লাস শুরু: ১ জানুয়ারি শনিবার, যোগাযোগ: আস-সুন্নাহ ট্রাস্ট, কেন্দ্রীয় বাস-টার্মিনাল, ঝিনাইদহ।  01716-489818 নূরানী প্লে, নার্সারি, ১ম শ্রেণি, ২য় শ্রেণি ও ৩য় শ্রেণি মাদরাসার বৈশিষ্ট্যসমূহ:

  • বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিক্ষা দান।
  • ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা।
  • তাজবীদের আহকামগুলো তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে শিক্ষা দান।
  • আমপারাসহ কুরআনুল কারীমের প্রয়োজনীয় ও ফযীলতপূর্ণ সূরাগুলো মুখস্ত করানো।
  • নূরানী তা‘লিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কর্তৃক সরাসরি পরিচালিত।
  • সালাতুল জানাজা ও জুমআর খুতবা প্রদানের যোগ্যতা অর্জন করানো হয়।
  • আরবি, বাংলা, ইংরেজি, গণিত ও জাতীয় কারিকুলামের সকল বিষয় যথাযথ গুরুত্বের সাথে পাঠদান।
  • বাংলা, ইংরেজি ও আরবিতে সুন্দর হস্তাক্ষর শিক্ষাদান।
  • দ্বীন পালনের জন্য প্রয়োজনীয় মাসআল-মাসাইল ও ফিকহী আহকাম শিক্ষাদান।
  • অভিজ্ঞ পরিদর্শকবৃন্দ দ্বরা নিয়মিত পরিদর্শন ও লেখাপড়ার মান নিশ্চিত করণ।
  • সকল পাঠ শ্রেণিকক্ষেই নিশ্চিত করা হয়।
  • অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ দ্বারা শিক্ষাদান।
  • অর্থসহ প্রয়োজনীয় হাদীসসমূহ মুখস্থ করানো।
  • সুপ্ত প্রতিভা বিকাশে ইসলামী সংস্কৃতি চর্চা
  • পরিবহণের সুব্যবস্থা।

পরিচালক জনাব আব্দুর রহমান, সেক্রেটারী আস-সুন্নাহ ট্রাস্ট

Dr. Abdullah Jahangir:  https://www.facebook.com/Dr.KhandakerAbdullahJahangir

ASSUNNAH TRUST:  https://www.facebook.com/Assunnahtrust

ASSUNNAH PUB: https://www.facebook.com/AssunnahPublications

Dr. Abdullah Jahangir: https://www.youtube.com/user/SunnahTrust

ASSUNNAH TRUST MEDIA: https://www.youtube.com/c/AssunnahTrustMedia/videos

TWEETER: https://twitter.com/assunnahtrust3

ASSUNNAH SHOP: https://beta.assunnahtrust.org/shop/