As-Sunnah Trust

সাম্প্রতিক সংবাদ

দাওয়াহ প্রশিক্ষণ

জামিয়াতুস-সুন্নাহ
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত
আস-সুন্নাহ ট্রাস্ট পরিচালিত
২৫ থেকে ২৮ শাবান ১৪৪২ হি.
৯ থেকে ১২ এপ্রিল ২০২১ ঈ.
শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার সকাল ১১ টা পর্যন্ত।
স্থান: জামিআতুস সুন্নাহ, কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঝিনাইদহ।
সময়সূচী: প্রতিদিন সকাল ৮টা থেকে ১২.৩০মি; ২.৩০মি. থেকে আসর পর্যন্ত এবং বাদ মাগরিব থেকে রাত ১০ টা পর্যন্ত দরস হবে।
৯ এপ্রিল, শুক্রবার বাদ মাগরীব উদ্বোধনী দরস এবং ১২ এপ্রিল, সোমবার বাদ ফজর কোর্সপরীক্ষা ও সকাল ১০ টা ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।
নিয়মাবলি: দাওয়াহ কোর্সটি সবার জন্য উন্মুক্ত। যে কেউ অংশ গ্রহণ করতে পারবেন।থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি। যারা আবাসিক থাকবেন, প্রয়োজনীয় বিছানা-পত্র সঙ্গে আনতে হবে।
আালোচ্য বিষয়: * দাওয়াতের গুরুত্ব ও ফযিলত। * তাকওয়ার গুরুত্ব ও অর্জনের উপায়। * নিফাক ও তা থেকে আত্মরক্ষার উপায়। * দাওয়াতের মূলনীতি ও শর্তাবলি। * দাঈর গুণাবলি ও বৈশিষ্ট্য। * মুসলিম-অমুসলিম, সবার মাঝে দাওয়াতের পদ্ধতি- (১. কুরআনী পদ্ধতি, ২. নববী পদ্ধতি, ৩. অভিজ্ঞতার আলোকে দাওয়াতের পদ্ধতি)। * খৃস্টানদের অপতৎপরতা ও আমাদের করণীয়। * আহমদীয়া মুসলিম জামাত ও কাদিয়ানীধর্ম। * মুনকিরীনে হাদীস ও আহলে কুরআন। * বস্তুবাদী ও নাস্তিক্যবাদ। * হেযবুত তওহীদের ঈমান বিধ্বংসী কার্যক্রম। * কোয়ান্টাম মেথড ও তার ভ্রান্ততা। * প্রতিটি বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রশ্নোত্তর পর্ব এবং ইসলাম ও মুসলমানদের উপর আরোপিত খৃস্টানদের প্রশ্নের উত্তর।
ব্যাবস্থাপনায়: উচ্চতর দাওয়াহ ও তুরনামূলক ধর্মবিজ্ঞান বিভাগ
প্রয়োজনে: 01762-629448; 01515-676814; 01722-128095

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published.