As-Sunnah Trust

সাম্প্রতিক সংবাদ

রামাদানে খাদ্য সহযোগিতা

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মুহতারাম, ভাই ও বোনেরা।

আপনারা সবাই অবগত আছেন যে, নোভেল করোনা ভাইরাসের (কোভিড ১৯) আতঙ্কে আজ প্রায় পুরো বিশ্ব কম্পিত। বিশ্বের অনেক উন্নত দেশ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ। আমাদের দেশে ইতোমধ্যে কয়েক হাজার মানুষে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে প্রায় শতাধিক। লকডাউনের কারণে গরিব- অসহায় মানুষেরা খাদ্য সংকটে ভুগছে। নিম্ন আয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে এ মহামারীর সময়ে।

ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত আস সুন্নাহ ট্রাস্ট সবসময় দেশের সংকটময় পরিস্থিতিতে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ, করোনা পরিস্থিতেও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এর আগে ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এখন রামাদান মাস জুড়ে রোযাদারদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা মনে করি, এটা তাদের অধিকার! ইনশাআল্লাহ, আগামী ২৩-০৪-২০২০ইং তারিখে আমরা খাদ্যসামগ্রী বিতরণ করতে যাচ্ছি। খাদ্য সামগ্রীর ভিতর থাকছে, চাল,ডাল,পেয়াজ,রসুন,আলু,সেমাই,ছোলা,খেজুর,চিড়া,মুড়ি,চিনি।

রামাদান মাস মূলত খাওয়ানোর মাস। দুভাবে খাওয়ানোর নির্দেশ রয়েছে হাদীসে। প্রথমত দরিদ্রদেরকে খাওয়ানো এবং দ্বিতীয়ত রোযাদারকে ইফতার খাওয়ানো। ইফতার করানোর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “যদি কেউ কোনো রোযাদারকে ইফতার করায়, তাহলে সে উক্ত রোযাদারের সমপরিমাণ সাওয়াব লাভ করবে, তবে এতে উক্ত রোযাদারের সাওয়াব একটুও কমবে না।”1তিরমিযী, আস-সুনান ৩/১৭১। তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ।

বিশেষত দরিদ্র, কর্মজীবী, রিকশাওয়ালা অনেকেই কষ্ট করে রোযা রাখেন এবং ইফতার করতেও কষ্ট হয়। সাধ্যমত নিজেদের খাওয়া একটু কমিয়ে এদেরকে খাওয়ানো দরকার। এছাড়াও যারা মানুষের কাছে চাইতে পারে না, তাদেরকে বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে,ইনশাআল্লাহ । এ ধরণের মানুষদের আমাদের সাথে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।( ঝিনাইদহের মধ্যে)

বিঃদ্রঃ-সামর্থ্যবান ভাই-বোনেরা এগিয়ে আসুন। সাদাকার কারণে গোনাহ ক্ষমা করা হয় এবং মহান আল্লাহ বালা-মুসিবত দূর করেন।
[এখানে যাকাতের টাকাও দেওয়া যাবে।]

Assunnah Trust
20501750201900314 (Regular)
Islami Bank Bangladesh Limited
Jhenaidah Branch, Bangladesh

বিকাশ নাম্বার 01718-136962 (পার্সনাল)
রকেট নাম্বার 01718-1369625
নগদ নাম্বার 01718-136962
সার্বিক যোগাযোগ- 01762629400

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

Leave a Reply

Your email address will not be published.