আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দুর করবে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন।
(তিরমিজি, হাদিস নং ২৯৪৫)
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপধারণ করেছে। সাধ্যমত দেশের সব শ্রেনী-পেশার মানুষের এখন একসাথে হয়ে বন্যার্ত মানুষের পাশে দাড়ানো উচিত। যাদের দ্বারা স্বশরীরে অবস্থান করা সম্ভব তারা বন্যা কবলিত অঞ্চলে গিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের পাশে দাড়াতে পারেন। আর যারা ঘরে থাকবেন তারা অনলাইন এক্টিভিটির মাধ্যামে হেল্প করবেন, সবকিছুর আপডেট দিতে থাকবেন, কিভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায়।আমাদের টিম এ কাজে সচেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের অপরাধের কারণে শাস্তি না দেন। আসুন আমরা সবাই বেশি বেশি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করেন।
বন্যার্তদের সহযোগিতায় আমাদের সাথে দেশবিদেশ থেকে যুক্ত থাকতে পারেন।
ব্যাংক অ্যাকাউন্ট তথ্যঃ
অ্যাকাউন্টের নাম : As sunnah Trust
অ্যাকাউন্ট নম্বর : MSA: 2050 1750 2019 00314
Bank : Islami Bank Bangladesh PLC.
শাখা : Jhenaidah Branch, Jhenaidah.
রাউটিং নাম্বার : 125440640
সুইফট কোড : IBBLBDDH
অ্যাকাউন্টের নাম : AS-SUNNAH TRUST
অ্যাকাউন্ট নম্বর : 0113000140111
Bank Name : Exim Bank Bangladesh PLC.
শাখা : Jhenaidah Branch, Jhenaidah.
রাউটিং নাম্বার : 100440649
সুইফট কোড : EXBKBDDH
bkash Merchant : 01402-900600
bkash/nagad/rocket (personal) : 01718-136962
সেলফিন: 01958335711
নোট: সেলফিনে ডোনেশনের সময় খাত উল্লেখ্য