আস-সালামুআলাইকুম। আমার প্রশ্ন হল আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ স্যার কি বিতির এর সালাত ৩ রাকাত পরতেন? আর যদি ৩ রাকাত পরে থাকেন তাহলে ২য় রাকাতের তাশাহুদের পরের ১রাকাত এ উনার আমল টা জানালে উপকৃত হতাম। (৩য় রাকাতে সুরা মিলানোর পর পুনরায় হাত তুলে তাকবির তাহরিমা করতেন কিনা, কুনুত কি মুনাজাতের মত হাত তুলে পরতেন নাকি হাত ধরা অবস্থায় পরতেন, কুনুত রুকুর আগে নাকি পরে পরতেন, এবং কোন কুনুত টি বেশি পরতেন। ) আশা করি আমার প্রশ্নের উত্তর পাবো।