আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 801

সুন্নাত

প্রকাশকাল: 9 এপ্রিল 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আউজুবিল্লাহ হিমিনাশশাইতোনির রাজিম। বিসমিল্লাহ-হিররাহ মানির রাহিম। (৩) বার পরার পর সুরা হাশর এর শেষ ৩ আয়াত পরলে সারাদিনের অনেক ফজিলতের কথা জানতে পারছি। আবার অনেকে বলতেছে এই আমালের নাকি ভিত্তি নাই আর হাদিস টা নাকি জঈফ। জঈফ হাদিসের উপর ভিত্তি করে আমল করলে কি কোন নেকি পাওয়া যাবে কিনা? সঠিক বিষয় টা জানালে উপকৃত হব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। এই বিষয়ে বর্ণিত হাদীসটি যইফ। এ সব ক্ষেত্রে যইফ হাদীসের উপর আমল করা যায় বলে মুহাক্কিক আলেমগণ মত দিয়েছেন। ফজিলত যদি নাও পান তেলাওয়াতের সওয়াব পাবেন । আল্লাহ ভাল জানেন।