As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 802

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 Apr 2008

প্রশ্ন

আস-সালামুআলাইকুম। আমার প্রশ্ন হল আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ স্যার কি বিতির এর সালাত ৩ রাকাত পরতেন? আর যদি ৩ রাকাত পরে থাকেন তাহলে ২য় রাকাতের তাশাহুদের পরের ১রাকাত এ উনার আমল টা জানালে উপকৃত হতাম। (৩য় রাকাতে সুরা মিলানোর পর পুনরায় হাত তুলে তাকবির তাহরিমা করতেন কিনা, কুনুত কি মুনাজাতের মত হাত তুলে পরতেন নাকি হাত ধরা অবস্থায় পরতেন, কুনুত রুকুর আগে নাকি পরে পরতেন, এবং কোন কুনুত টি বেশি পরতেন। ) আশা করি আমার প্রশ্নের উত্তর পাবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্যার রহ. ফরজ সালাত ছাড়া অন্য কোন সালাত সাধারণত মসজিদে পড়তেন না। আর তাঁকে আমরা কখনোই মসজিদে বিতর সালাত আদায় করতে দেখি নি। সুতরাং তাঁর ব্যক্তিগত আমল সম্পর্কে বলতে পারবো না। তবে তিনি উভয় পদ্ধতিকেই সুন্নাহ সম্মত বলতেন। বিতির সালাতের আদায় পদ্ধতিতে নিয়ে তিনি রাহে বেলায়াত গ্রন্থের ৪১৩-৪৩০ পৃষ্ঠায় সুন্দর আলোচনা করেছেন। আপনি দেখে নিতে পারেন।