আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 748

শিরক-বিদআত

প্রকাশকাল: 16 ফেব্রু. 2008

প্রশ্ন

আসসালামওয়ালায়কুম. আমি জানি আল্লাহতায়ালা শিরক কখনও মাফ করবেন না……। আর এটাও জানি যে যারা আল্লাহতায়ালা ব্যাতীত অন্য কারোর এবাদাত করবেন তাদের আল্লাহতায়ালা জাহান্নাম এ নিক্ষেপ করবেন………এখন আমার প্রশ্ন হল যাদের কাছে আল্লাহতায়ালার তওহীদবাদের দাওয়াত পৌছবেনা তাদের কি হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রকৃতিগতভাবেই প্রতিটি মানুষের অন্তরে এটা আছে যে, সৃষ্টিকর্তা একজন আছেন। যিনি সবকিছু সৃষ্টি করেছেন। আর আল্লাহ তায়ালা সাধ্যের অতিরিক্ত কোন কিছু মানুষের উপর চাপান নি। এখন সত্যই যদি কারো কাছে ইসলামের দাওয়াত না পৌছায় অবশ্যই আল্লাহ তার প্রতি জুলুম করবেন না। এই বিষয়টি আল্লাহর উপরই ছেড়ে দিই। আমরা আমাদের দায়িত্ব পালন করি। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দিন। আমীন।