আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 747

বিবিধ

প্রকাশকাল: 15 ফেব্রু. 2008

প্রশ্ন

মুহতারামঃ আসসালামু আলাইকুম। আমার প্রশ্নঃ
১. মাঝে মাঝে facebook এ রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর জুতার ছবি দেখা যায় (post কারির দাবি, সত্যি কিনা যানি না) post কারি আবার বলে থাকেন আমিন লিখুন। আমার প্রশ্ন হল রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর জুতা কি এখনো কোথাও সংরক্ষিত আছে? আর যদি থাকে তার ভক্তি করা যাবে কি?
২. বিভিন্ন সিরাত গ্রন্থে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর যে বংশ পরিচয় আদম (আ) পরযন্ত দেয়া হয় তা কতটুকু পরযন্ত সহিহ?
৩. তাহাজ্জুত বা চাস্তের সালাতে (যা সাধারনত একা একা পরা হয়) কেরাত জোড়ে না আস্তে পরা উত্তম। যাযাকুমুল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালম। ছবিগুলোতে জুতার মডেল দেখে মনে হয় না এটা রাসূলুল্লাহ সা. এর জুতা। আল্লাহ ভাল জানেন। কোন বস্তুর বিষয়ে যদি নিশ্চিত হওয়া যায় যে, এটা রাসূলুল্লাহ সা. এর ব্যবহার্য কোন কিছু তাহলে সেটার প্রতি সম্মান জানানো উচিৎ। ভক্তি নয়, ভক্তি হলো তো পূজার আরেক নাম। ২। এটার সত্য মিথ্যা জানার কোন ্উপায় নেই। হাদীসে রাসূলুল্লাহ সা. এই ব্যাপারে কিছু বলেন নি। ইমাম মালেক রহ. এই সব বর্ণনা করাকে অপছন্দ করতেন। তবে আনেকেই বর্ণনা করেছেন। ৩। যে কোন ভাবে পড়তে পারেন। তাহাজ্জুদে নীরবে -স্বরবে দুই ধরনের কথাই হাদীসে আছে।