আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6927

হজ্জ

প্রকাশকাল: 12 মে 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি আমার আব্বা আম্মা কে নিয়ে গতবছর (১৪৪৪) হজ পালন করি। হজ পালন শেষে আমার আম্মু নিজের চুল নিজেই কাটেন। এক্ষেত্রে তার হজ হয়েছে কিনা, না হলে কী করনীয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনার আম্মার হজ্জ সঠিক হয়েছে, নিজের চুল নিজে কাটতে কোন সমস্যা নেই।