আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6928

পবিত্রতা

প্রকাশকাল: 12 মে 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ।আমি একটি কঠিন রোগে আক্রান্ত । আমি প্রসাব করার পর থেকে পরবর্তী বার প্রসাব করার আগ পর্যন্ত প্রসাব ফোটা ফোটা ঝরতে থাকে এবং এটা সব সময় চলমান থাকে । আলহামদুলিল্লাহ বর্তমানে কিছুটা উন্নতি হয়েছে এই সমস্যার ।বর্তমানে প্রসাব করার পর আধা ঘণ্টা পর্যন্ত প্রসাব ফোটা ফোটা ঝরে ।আমি এই সমস্যার জন্য ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো সুফল মেলেনি ।এখন আমি এই নাপাকি থেকে নিজেকে রক্ষা করতে টয়লেট টিস্যু দিয়ে রাখি পেনিসের মাথায় ।বর্তমানে গরমের জন্য শরীরের প্রচুর ঘাম হয় এবং যে টিস্যুটা দিয়ে রাখি সেটা ঘামে ভিজে যায়ে ( খালি চোখে দেখতে নরমাল টিস্যুর মতন দেখায় ।কিন্তু হাত দিয়ে টিস্যু ধরলে মনে হয় ভেজা ) । এখন আমার প্রশ্ন হলো এই টিস্যু থেকে কি শরীর নাপাক হয়ে যাবে ? এ টিস্যু  কি দ্বিতীয় বার কি ব্যবহার করা যাবে ?

আমি রাতেও টিস্যু নিয়েই ঘুমাই । মাঝে মাঝে ভোরে ঘুম থেকে উঠে দেখি যে টিস্যু ভেজা কিন্তু রাতে আমি কোনো ধরনের স্বপ্ন বা স্বপ্নদোষ হবার কথা মনে নেই ( বীর্যপাতের কোনো আলামতও পাই না ।শুধু টিস্যু টা ভেজা পাওয়া যায় ) ।এমনটা আমার সপ্তাহে একদিন বা টানা ৩ /৪ দিন হয় ।এমন অবস্থায় কি আমার গোসল ফরয হবে?

এই রোগের কারনে যদি নাপাক ছড়িয়ে পরে তবে কি আমার গোনা হবে ? সেই ঘরে নামাজ হবে না ?

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।  একবার ব্যবহৃত টিস্যু পরে আর ব্যবহার করবেন না। যেহেতু পেশাব বের হওয়ার কারণেই আপনি টিস্যু ব্যবহার করেন তাই টিস্যু ভিজে গেলে সেটা নাপাক হয়ে যাবে, ভিজা টিস্যু পবিত্র জিনিসে লাগলে তা নাপাক হয়ে যাবে। শরীরে লাগলে সেই জায়গাটুকু নাপাক হয়ে যাবে, ধুয়ে পবিত্র করতে হবে। ঘুম থেকে উঠে ভিজা দেখলে পেশাবে ভিজে গিয়েছে বলে গণ্য হবে। বার্জপাতের কোন আলামত না থাকলে গোসল ফরজ হবে না।