আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6926

হালাল হারাম

প্রকাশকাল: 12 মে 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, পুরুষ মানুষ কি জুতা রতে পারবে? বা জুতা পরিধান করলে যদি টাকনু ঢেকে যায় তাহলে কি সেটার জন্য গুনাহ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, পুরুষ মানুষের জুতা পরতে পারবে, টাকনু ঢেকে গেলে কোন সমস্যা নেই। লুঙ্গি, পায়জামা বা জামা দিয়ে টাকনু ঢাকা নিষিদ্ধ।