আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6898

জান্নাত-জাহান্নাম

প্রকাশকাল: 25 এপ্রিল 2024

প্রশ্ন

আসসালামু আলায়কুম, আমরা জানি মীযানের পাল্লায় আমাদের আমলনামা ওজন করা হবে এবং ভারী পাল্লা অনুশারে আমাদের জাহান্নাম জান্নাত নির্ধারিত হবে। কাফেরদের কি মীযানের পাল্লায় ওঠানো হবে? মুসলিম অমুসলিম উভয়েরই যদি খারাপ পাল্লা ভারী হয় তাহলে কি সে চিরস্থায়ী জাহান্নামী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কাফেরদের সকল নেক আমল নষ্ট হয়ে যাবে ঈমান না থাকার কারণে, কিয়ামতের দিন কোন কাজে আসবে না। সুতরাং তাদের জন্য মিজানের দরকার নেই। এটাই আলেমদের বৃহত অংশের অভিমত।  কোন কোন আলেম বলেছেন, তাদেরকেও মিজানের পাল্লায় মাপা হবে, যদিও তাদের কোন নেক আমল থাকবে না। বিস্তারিত জানতে পড়ুন:  https://shamela.ws/book/7734/245 মুসলিমদের আমল মাপা হবে। তাদের পাপের পাল্লা ভারী হলে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে না। শাস্তি শেষ হলে এক সময় জান্নাতে প্রবেশ করবে। وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ – وَاللَّفْظُ لأَبِي كُرَيْبٍ – قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنِّي لأَعْرِفُ آخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنَ النَّارِ رَجُلٌ يَخْرُجُ مِنْهَا زَحْفًا فَيُقَالُ لَهُ انْطَلِقْ فَادْخُلِ الْجَنَّةَ – قَالَ – فَيَذْهَبُ فَيَدْخُلُ الْجَنَّةَ فَيَجِدُ النَّاسَ قَدْ أَخَذُوا الْمَنَازِلَ فَيُقَالُ لَهُ أَتَذْكُرُ الزَّمَانَ الَّذِي كُنْتَ فِيهِ فَيَقُولُ نَعَمْ ‏.‏ فَيُقَالُ لَهُ تَمَنَّ ‏.‏ فَيَتَمَنَّى فَيُقَالُ لَهُ لَكَ الَّذِي تَمَنَّيْتَ وَعَشَرَةُ أَضْعَافِ الدُّنْيَا – قَالَ – فَيَقُولُ أَتَسْخَرُ بِي وَأَنْتَ الْمَلِكُ ‏”‏ قَالَ فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ‏.‏ আবূ বকর ইবনু আবূ শাইবাহ ও আবূ কুরায়ব (রহঃ) ….. ’আবদুল্লাহ (রাযিঃ) বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জাহান্নাম থেকে সর্বশেষ বের হয়ে আসা লোকটিকে অবশ্যই আমি জানি। সে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। তারপর তাকে বলা হবে, যাও জান্নাতে প্রবেশ কর। সে গিয়ে জান্নাতে প্রবেশ করে লোকদেরকে দেখতে পাবে যে, তারা পূর্বেই জান্নাতের সকল স্থান দখল করে রেখেছে। তখন তাকে জিজ্ঞেস করা হবে, তোমার কি পূর্বকালের কথা (জাহান্নামের) স্মরণ আছে? সে বলবে, হ্যাঁ! তাকে বলা হবেঃ তুমি কামনা কর। সে তখন কামনা করবে। তখন তাকে বলা হবে, যাও, তোমার আশা পূর্ণ করলাম। সেই সাথে পৃথিবীর আরো দশগুণ বেশি প্রদান করলাম। লোকটি বলবে, আপনি সর্বশক্তিমান প্ৰভু! আর আপনি আমার সাথে তামাশা করছেন? সাহাবা বলেন, এ কথাটি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হাসলেন যে, তার মাড়ির দাঁত প্রকাশিত হয়ে গেল। সহীহ মুসলিম, হাদীস নং ১৮৬