আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6897

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 এপ্রিল 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার আব্বা স্ট্রোক করে অসুস্থ ছিলেন। রোযা রাখার সক্ষমতা তাঁর ছিল না। ২৮ জানুয়ারী তিনি ইন্তেকাল করেছেন। তাঁর রোযা গুলোর ফিদিয়া আদায় করা ওয়াজিব নাকি নফল?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার আব্বার না রাখা রোজাগুলোর ফিদিয়া আদায় করা ওয়াজিব। প্রতি রোজার পরিবর্তে একজন অসহায় ব্যক্তিকে ১ দিনের খাবার দিতে হবে। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, وَ عَلَی الَّذِیۡنَ یُطِیۡقُوۡنَهٗ فِدۡیَۃٌ طَعَامُ مِسۡکِیۡنٍ আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের উপর আবশ্যক হলো ফিদয়া- একজন দরিদ্রকে খাবার প্রদান করা। সূরা বাকরা, আয়াত ১৮৪।