আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6899

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 এপ্রিল 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম, সাহরী খাওয়ার সময় শেষ হওয়ার পর যদি ফজরের নামাজ আদায় করি তাতে নামাজ কী হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুবহে সাদিক উদিত হলে ফজরের ওয়াক্তশুরু হয়। আর সুবহে সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত সাহরী খাওয়া যায়। সুতরাং সাহরীর সময় শেষ হলে ফজরের সময় হয়ে যাবে। তবে আমাদের দেশের সময়সূচীগুলোতে সতর্কতামূলক কয়েক মিনিট পূর্বেই সাহরীর শেষ সময় লেখা হয়। তাই এই সময়সূচী দেখে সাহরীর সময় শেষ হওয়ার সাথে সাথে ফজরের নামায আদায় করা যাবে না, ফজরের আজানের যে সময় উল্লেখ থাকে সে সময়ে ফজরের নামায আদায় করা যাবে।